মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাসহ অন্য আরো দুটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদপত্র প্রদান করা হয়েছে।
১২ নভেম্বর সোমবার “ICT Training Course for Teacher’s” শীর্ষক প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণ প্রাপ্তদের এ সনদপত্র প্রদান করা হয়।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাঈল, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম আব্দুল কাদির ভূঁইয়া প্রমুখ।