মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয়ের ৪৫ বছরপূর্তি ও মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো।
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন কর্মসূচির মধ্যে থাকছে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে ঐতিহাসিক বাজিতপুর ডাকবাংলো মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনসমূহে পতাকা উত্তোলন। সকাল ৮টায় বিজয় র্যালি। সকাল ৯টায় ডাকবাংলো মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউট, বয় স্কাউট, গার্লস গাইড, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলতায়নে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা। বাদ জুম্মা সকল মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত। দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। বিকাল ৩টায় প্রজেক্টরের মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ চত্বর, বিভিন্ন দৃশ্যমান স্থান ও বাজারের মোড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। বিকাল ৩.১০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান। বিকাল ৩.১৫ মিনিটে ডাকবাংলো মাঠে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সংসদের প্রীতি ফুটবল ম্যাচ। বিকাল ৩.৪০ মিনিটে একই ভেন্যুতে বাজিতপুর পৌরসভা বনাম বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বাজিতপুরের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ডাকবাংলো মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।