নিজস্ব প্রতিবেদক ।।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ-এর পবিত্র জন্মদিন উপলক্ষে নিকলীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টারে এ উপলক্ষে র্যালী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নূরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা বিক্রয় সহকারী কর্মকর্তা আবুল কালাম আযাদ, উপজেলা মডেল কেয়ার টেকার জালাল উদ্দিন, থানা মসজিদের খতিব হাফেজ বাছির উদ্দিন, উপজেলা মসজিদের খতিব হাফেজ মাওলানা সাদেকুর রহমান প্রমুখ।
এছাড়া দেওয়ানবাগী সমর্থকসহ আরো অন্যান্য পীরের অনুসারীরা সকালে উপজেলা সদরের দরগাহবাড়ী মসজিদ থেকে জসনে জুলুস মিছিল বের করে। উপজেলার অন্যান্য ইউনিয়নেও জসনে জুলুস মিছিল হয়।