নিজস্ব প্রতিবেদক ।।
পূর্বগ্রামের মাঠে নিকলী সদর একাদশ বনাম পূর্বগ্রাম একাদশের মধ্যে ১৪ ওভারের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় নিকলী একাদশ ১৩ রানের নাটকীয় জয় ছিনিয়ে নেয়।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার প্রথম ইনিংসে নিকলী সদর একাদশের সংগ্রহ ছিলো ৮৯ রান। ১৩.১ ওভার ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে সদর একাদশের ছোট্ট সংগ্রহে অনেকটা জয়ের স্বাদ নিতে শুরু করেছিলো পূর্বগ্রাম একাদশ।
নিকলী একাদশের পক্ষে উল্লেখযোগ্য রান ছিলো তানভীর আহম্মেদ (৩১), নাঈম মিয়া (২১) ও শাহিনের (১৪)। পূর্বগ্রাম একাদশের মুন্না একাই ৩ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
পূর্বগ্রাম একাদশের নিয়মিত উইকেট পতন হলেও এক প্রকার জয়ের দিকেই এগুচ্ছিলো তারা। শেষ ৩ ওভার। জয়ের জন্য রান দরকার ১৪। উইকেট হাতে ৪টি। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তা আবারো প্রমাণ করে দিয়ে জয়ী দলের তিন বোলার অধিনায়ক শিহাব উদ্দিন, তানভীর ও মিজান পরপর তিন মেডেন উইকেট নিয়ে দলকে নাটকীয় জয়ের নোঙরে পৌছে দেন। পূর্বগ্রাম একাদশের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন সাদ্দাম হোসেন।
সংক্ষিপ্ত স্কোর : নিকলী সদর ৮৯/১১ (১৩.১ ওভার); পূর্বগ্রাম ৭৬/৯ (১৪ ওভার)