কিশোরগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর পলাতক অবস্থায় মৃত্যু

kishoreganj 71 gazi mannan

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

করিমগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান (৮০) পলাতক অবস্থায় মারা গেছেন। সোমবার ১৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে এক ভাড়া বাসায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে ২০১৬ সালের ৩ মে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

kishoreganj 71 gazi mannan

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হত্যা, নির্যাতন ও লুটপাটের ৫টি মানবতাবিরোধী অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের গাজী মান্নানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। একই রায়ে অপর যুদ্ধাপরাধী করিমগঞ্জের ঢুলিপাড়া গ্রামের অ্যাডভোকেট সামছুদ্দিন, তার বড়ভাই ক্যাপ্টেন (অব.) নাসির উদ্দিন ও খুদিরজঙ্গল গ্রামের হাফিজউদ্দিনকেও মৃত্যুদণ্ড এবং হায়দনখালি গ্রামের আজহারুল ইসলামের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছিলেন।

ট্রাইবুনালের অপর দুই বিচারক ছিলেন বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি শাহিনুর ইসলাম। দণ্ডিতদের মধ্যে অ্যাডভোকেট সামছুদ্দিন ২০১৪ সালের ২৭ নভেম্বর ময়নসিংহের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক হয়ে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। গাজী মান্নানসহ দণ্ডিত চারজন পলাতক ছিলেন। এদের মধ্যে গাজী মান্নান মারা গেছেন। সোমবার দুপুরে ১টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। দুপুর আড়াইটার দিকে নিজ বড়িতে জানাজাশেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!