বাজিতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ovibasi rally bajitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

“উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বাজিতপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৬। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূঁইয়া প্রমুখ।

ovibasi rally bajitpur

র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, অভিবাসীদের আত্মমর্যাদার স্বীকৃতি দেয়ার জন্যেই প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশী অভিবাসী রয়েছে। তাদের কষ্টার্জিত টাকা দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে বলে তারা উল্লেখ করেন।

Similar Posts

error: Content is protected !!