আলোর দিশারী পপি পাঠশালার পুরাতন আসবাবপত্র হস্তান্তর

popi alor dishari coxs

নিজস্ব সংবাদদাতা ।।

২০ ডিসেম্বর মঙ্গলবার ‘আলোর দিশারী পপি পাঠশালা’র উদ্যোগে কক্সবাজার পৌর প্রিপারেটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কক্সবাজার পৌর প্রিপারেটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবুবক্কর সিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ, চেয়ার, টেবিল, বুক সেলফ ও আলমারি ইত্যাদি হস্তান্তর করা হয়।
popi alor dishari coxs
উপজেলা শিক্ষা অফিসের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, কক্সবাজার সদর উপজেলা। এছাড়া পপি’র সহকারী কর্মসূচী ব্যবস্থাপক চট্টগ্রাম রনজিত সূত্রধর, মোঃ খায়রুদ্দিন (কক্সবাজার শাখা ব্যবস্থাপক, পপি), কক্সবাজার পৌর প্রিপারেটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লীলা রাণী চৌধুরী ও সহকারী শিক্ষকবৃন্দ।

এছাড়াও পপি কক্সবাজার শাখার কর্মকর্তা রায়হান উদ্দিন, নয়ন কুমার সুশীল, সমীর চন্দ্র দাস, মোঃ নূর কামাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!