নিজস্ব প্রতিবেদক ।।
জাতীয় বিদ্যুৎ ক্যাম্প স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২০ ডিসেম্বর বিকাল ৪টায় নিকলী জিসি পাইলট স্কুলের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। সমাবেশে উপজেলা পর্যায়ের বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসার স্কাউট দল অংশগ্রহণ করেছে।
উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও নিকলী জিসি পাইলটের প্রধান শিক্ষক জানান, তিন দিনব্যাপী স্কাউটরা ক্যাম্পে অবস্থান করবে। স্কাউটরা শৃংখলা নিয়ম কানুন শিখবে।