কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী বর্তমান ও সাবেক তিন রাষ্ট্রপতিকে ‘কিশোরগঞ্জ রত্ন’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। কিশোরগঞ্জে ৪০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম’ তাদের এ সম্মাননায় ভূষিত করে। সংগঠনটি শহরের গুরুদয়াল কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে ৫ দিনের বিজয় উৎসবের আয়োজন করেছিল। উৎসবের শেষ দিন রোববার ১৮ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। ‘কিশোরগঞ্জ রত্ন’ প্রাপ্ত তিন রাষ্ট্রপতি হলেন মুক্তিযুদ্ধকালীন রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। একই দিন সংঠনটি ১২জন মুক্তিযোদ্ধাকে ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ১২জন বিশিষ্টজনকে ‘জ্যোতির্ময় কিশোরগঞ্জ’ সম্মাননায় ভূষিত করে।
‘জ্যোতির্ময় কিশোরগঞ্জ’ সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন : শহীদ সিরাজুল ইসলাম বীর বিক্রম, শহীদ খায়রুল জাহান বীর প্রতীক, নূরুল ইসলাম খান পাঠান বীর প্রতীক, একেএম লিয়াকত হোসাইন মানিক, একেএম শামসুল হক গোলাপ মিয়া, আশরাফ উদ্দীন মাস্টার, মহিউদ্দিন আহমেদ, কবির উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান খান চুন্নু মিয়া, আলহাজ মো. আব্দুল করিম, সৈয়দ ওয়াহিদুল ইসলাম ও রাখালবন্ধু চক্রবর্তী।
অন্যান্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘জ্যোতির্ময় কিশোরগঞ্জ’ সম্মাননায় ভূষিত বিশেষ ব্যক্তিরা হলেন : মো. আনোয়ার হোসেন খান পিপিএম (আইনশৃঙ্খলা), আবু তাহের সাঈদ (প্রশাসন), খালেদা ইসলাম (শিক্ষা), ডা. মনছুর খলিল (চিকিৎসা), ড. নিয়াজ পাশা (কৃষি), অ্যাডভোকেট জিন্নাতুল ইসলাম (আইন পেশা), বাদল রহমান (ব্যবসা বাণিজ্য), জাহাঙ্গীর আলম জাহান (মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও লেখক), মোস্তফা কামাল (সাংবাদিকতা), হরমুজা মমতাজ লিলি (সমাজসেবা), একতা নাট্য গোষ্ঠী (সংস্কৃতি) ও মো. শামছুদ্দিন হায়দার (ক্রীড়া)। সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সম্মাননাপ্রাপ্ত প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও একটি সম্মাননাপত্র তুলে দেয়া হয়। অন্যদের ক্রেস্ট ও সম্মাননাপত্র আত্মীয়স্বজন ও জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়। উপস্থিতদের হাতে ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমা, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আসাদ উল্লাহ, গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ। সবশেষে ক্লোজআপ-ওয়ান শিল্পী কিশোর ও সালমার গান পরিবেশিত হয়। হাজার হাজার দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।