মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
আগামীকাল একদিনের সফরে বাজিতপুরে আসছেন জাপা নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম (বীর প্রতীক)।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার বাজিতপুর-নিকলীর হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তাদের এ সফর।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে উপজেলার হিলচিয়া বাজারস্থ ঝন্টু বাবুর ব্রয়লারে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক)। অতিথির আসনে আরো থাকবেন কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন।