রাজনীতিও করব সাথে হাওড়বাসীর উন্নয়নও : বাজিতপুরে পানিসম্পদ মন্ত্রী

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে বিশাল জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী জাপা নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, রাজনীতিও করব, সাথে হাওড়বাসীর উন্নয়নও। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বাজিতপুর-নিকলীর হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

haor-meeting

এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা উল্লেখ করে বলেন, কৃষি ও শিক্ষাসহ হাওড় অঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোর ভাগ্য উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর দিক র্নিদেশনায় পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলার হিলচিয়া বাজারস্থ ঝন্টু বাবু ব্রয়লার মাঠের বিশাল জনসভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক), কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ।

haor-meeting2

এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভা শেষে বিকালে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক), কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেনসহ নিকলী উপজেলার ছাতিরচরের বড় হাওড়ে বেরি বাঁধসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

Similar Posts

error: Content is protected !!