বিশেষ প্রতিনিধি ।।
শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল ১১টায় নিকলী-ঢাকা রুটে উজান ভাটি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন নিকলী-বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন। মো. হেলাল উদ্দিন মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ মো. ইমাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মজিবুর রহমান বেলাল, জেলা পরিবহন মালিক সমিতির সদস্য সচিব লেলিন রায়হান শুভ্র শাহীন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ জেলা অটো রিক্সা, অটো টেম্প্যু শ্রমিক ইউনিয়ন নিকলী উপজেলা শাখার শতাধিক সদস্য সংসদ সদস্য বরাবরে বাস সার্ভিসটি বন্ধে একটি স্মারকলিপি প্রদান করে।