নিকলীতে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রমের ধারাবাহিকতায় জারইতলা ইউনিয়ন আওয়ামী লীগের তত্ত্বাবধানে গতকাল শনিবার জারইতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২৬ ভোট পেয়ে ছাতা প্রতীক নিয়ে আলফাজ সভাপতি ও ১৫০ ভোট পেয়ে কলস প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ৩৫৭ জন ভোটারের মধ্যে ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিশেষ প্রতিনিধি