বাজিতপুরে তালা মার্কা নিয়ে দুই মুক্তিযোদ্ধার জয়

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় ভোটারদের ভোটে জয় পেয়েছে দুই মুক্তিযোদ্ধার তালা। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড (জালালপুর, লৌহাজুরি, পিরিজপুর, সরারচর, হিলচিয়া, কৈলাগ, হুমাইপুর) ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান এবং ১০ নং ওয়ার্ড (বাজিতপুর পৌরসভা, হালিমপুর, দিলালপুর, দিঘীরপাড়, মাইজচর, গাজিরচর, বলিয়ার্দী) ইউনিয়ন থেকে আরেক মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রহমান বোরহান তালা প্রতীকে বেসরকারিভাবে সদস্য হিসেবে নির্বাচিত হন।

আব্দুর রহমান বোরহান ও মো. শাহজাহান
আব্দুর রহমান বোরহান ও মো. শাহজাহান

এছাড়াও ১০, ১১, ১২ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে শিউলী খানম নির্বাচিত হয়েছেন।

এর আগে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত চলে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা ভোট দিতে ভীড় জমান।

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে প্রশাসনের মনিটরিং অব্যাহত ছিল। কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি আনসার, বিজিপি, র‌্যাব সদস্যরা মোতায়েন ছিল।

Similar Posts

error: Content is protected !!