পুলিশকে ধাক্কা মেরে গাজা ব্যবসায়ীর পলায়ন

নিকলী থানা পুলিশ একটি মোটর সাইকেল, ২০০ গ্রাম গাজা ও একটি মোবাইল আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার গুরই ইউনিয়নের পাড়াবাজিতপুর গ্রামের বদর উদ্দিনের পুত্র জঙ্গু মিয়া (৪৫) চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান চাতালে গত রোববার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার এস,আই আবুল কাসেম-এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলের তেলের ট্যাংকির নীচ থেকে ২শ’ গ্রাম গাজা উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাজা ব্যবসায়ী জঙ্গু মিয়া এস,আই আবুল কাসেমকে জোরে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জঙ্গু মিয়ার ব্যবহারকৃত একটি মোবাইল সেট ফেলে রেখে যায়। নিকলী থানার ওসি একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের নিকলী’কে জানান, গাজা ব্যবসায়ী জঙ্গু মিয়ার নামে নিকলী থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

সংবাদদাতা

Similar Posts

error: Content is protected !!