নিজস্ব প্রতিনিধি ।।
রোববার ১ জানুয়ারি সকাল ১০টায় নিকলীতে ২০১৭ শিক্ষাবর্ষের বই বিতরণী উদ্বোধন করা হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়।
বছরের প্রথম দিনে উপজেলায় বই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল ইসলাম পাটোয়ারী। নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাফী উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়টির ১ হাজার ৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।
নিকলী জিসি পাইলট মডেল স্কুলে প্রধান শিক্ষক কারার আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বই বিতরণী অনুষ্ঠান। অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারমান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূইয়া প্রমুখ।
এ ছাড়াও উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।