বাজিতপুর কলেজ ও পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জে বাজিতপুর কলেজ ও পৌর ছাএলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ভাটি এলাকায় উচ্চশিক্ষা বিস্তারের সিংহদ্বার বলে খ্যাত বাজিতপুর কলেজ প্রাঙ্গনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আল হাসানের সভাপতিত্বে বিশাল এ যৌথ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. আফজাল হোসেন।

bajitpur-chatroleague-somm2

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আল বাকী সজিবের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন মাস্টার, এডভোকেট শৈলেশ্বর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পাতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অতিথিদের সাথে নিয়ে ছাত্রলীগের বিশাল এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন।

bajitpur-chatroleague-somme

সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর থেকে কলেজ ও পৌর ছাত্রলীগের পদপ্রার্থীরা মিছিল নিয়ে একে একে কলেজ মাঠে সমবেত হতে থাকে। পরে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় ছাত্রলীগ কর্মীদের জনসমুদ্রে।

পরিশেষে সন্ধ্যায় মিডিয়া শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!