বাজিতপুরে সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

“সমাজসেবায় উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ পালিত হয়েছে। ২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

bajitpur-rally

দিবসের শুরুতেই ব্রাস, আউস, র‌্যাক-বাংলাদেশসহ স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ কার্যালয় (নান্দিনা) থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ভূমি কর্মকর্তা তছলিমা নূর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে অতিথিবৃন্দ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রাপ্ত এককালীন নগদ আর্থিক অনুদান ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করেন।

Similar Posts

error: Content is protected !!