মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে দোলনায় খেলতে গিয়ে দড়িতে ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গাজিরচর ইউনিয়নের ডোলজান গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রথম শ্রেণিপড়ুয়া নিহত আপন (৮) ডোলজান গ্রামের ভুট্টো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আপন ও তার সাথী হাসি ঘরের ভেতরে দোলনায় খেলার সময় হঠাৎ করে দুজনের গলার মধ্যে দোলনাটি পেঁচিয়ে যায়। পরে তাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন।
রিপোর্ট তৈরির আগ পর্যন্ত ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।