নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীর বরুলিয়া হাওড়ে হাঁসের পাল ধানি জমি নষ্ট করা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।
১ জানুয়ারি রোববার বরুলিয়া হাওড়ে সদরের গোয়ালহাটি গ্রামের বাচ্চু মিয়ার ধানের জমিতে হাঁসের পাল ঢুকে নষ্ট করে ফেলে। এর প্রতিবাদ করতে গেলে হাঁসের পাল মালিক নাগারছিহাটির গিয়াস উদ্দিন, তার ছেলে, সম্বন্ধীসহ বেশকিছু নিজস্ব লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ জমির মালিক বাচ্চু মিয়ার ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় জমির মালিক বাচ্চু মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
হামলার সময় বাচ্চু মিয়ার ছেলে মিজান ও সম্বন্ধী মুক্তার হোসেনও আহত হন। তারা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিকলী থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে।