মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুরেও বঙ্গবন্ধুর হাতে গড়া উপমহাদেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারি বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভাপতি মাহবুব আল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল আল বাকী সজিবের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজিতপুর বাজারস্থ এ.বি সিদ্দিক টাওয়ারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে ৬৯তম জন্মদিনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল আল বাকী সজীব।
এসময় আওয়ামীলীগসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও নবনির্বাচিত উপজেলার ১১ ইউনিয়ন, পৌর এবং কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।