বাজিতপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুরেও বঙ্গবন্ধুর হাতে গড়া উপমহাদেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

chatroleague-bajitpur2

৪ জানুয়ারি বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভাপতি মাহবুব আল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল আল বাকী সজিবের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজিতপুর বাজারস্থ এ.বি সিদ্দিক টাওয়ারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

chatroleague-bajitpur

এর আগে ৬৯তম জন্মদিনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল আল বাকী সজীব।

এসময় আওয়ামীলীগসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও নবনির্বাচিত উপজেলার ১১ ইউনিয়ন, পৌর এবং কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!