ভাটিবরাটিয়া কবরস্থানের সংযোগ সড়ক নির্মাণ

নিজস্ব প্রতিবেদক ।।

ভাটিবরাটিয়া। নিকলী উপজেলাধীন যাতায়াতসহ বিভিন্ন দিক থেকে সুবিধাবঞ্চিত এক অঞ্চল। বর্ষা মৌসুমে রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় আশপাশের এলাকার সাথে যোগাযোগের একমাত্র বাহন হয়ে দাঁড়ায় নৌকা, ট্রলার।

boratia-link-sorok

এই এলাকার কবরস্থান ও গ্রামের কোনো সংযোগ না থাকায় বর্ষায় কাউকে দাফন করতে নৌকা ব্যবহার করতে হয়। এতে করে দাফনে নানামুখী বিঘ্ন ঘটে থাকে। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক হিলিপের মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণে উদ্যোগ গ্রহণ করেন।

এখন শুকনো মওসুম হওয়ায় দ্রুততার সাথে এগিয়ে নেয়া হচ্ছে সংযোগ সড়কের কাজ। এই সড়ক নির্মাণ হলে একই সাথে অন্যান্য এলাকার সাথে যোগাযোগ স্থাপনে পরিবর্তন আসবে। এখানকার শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যাতায়াত থেকে শুরু করে প্রয়োজনীয় পণ্য সামগ্রী আনা-নেয়ায় সহজ হবে।

boratia-link-sorok2

এছাড়া বর্ষাকালে ভাঙন ঠেকাতে সংযোগ সড়কের দুই পাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।

সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা, এখানকার মানুষের জীবনমান উন্নয়নসহ বহুমুখী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। জনগণকে সাথে নিয়ে ধাপে ধাপে প্রকল্পগুলো সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Similar Posts

error: Content is protected !!