বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে এক অগ্নিকাণ্ডে নগদ অর্থ পুড়ে যাওয়াসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে উপজেলার কুর্শা পশ্চিমহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পল্লী বিদ্যুতের খুঁটির শর্ট সার্কিট থেকে উৎপত্তি হয়ে কুর্শা পশ্চিমপাড়া গ্রামের আলী মামুদের টিনের ঘরে আগুন লাগে। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আ. করিম ও আ. হামিদের ঘরে। ৩ পরিবারের ৬টি ঘর, আসবাবপত্র ও ঘরে রাখা নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা পুড়ে যায়।
ঘটনার পর নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ ও নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান।