তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক মাদকসেবীকে ১ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্র্যাট মো. মাহবুব আলম আজ দুপুরে এ রায় দেন।
নিকলী থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত তোফাজ্জল হোসেন গতকাল সোমবার রাতে মদ খেয়ে মাতাল হয়ে উপজেলার দামপাড়া বাজারে মাতলামী করাকালীন নিকলী থানার এএসআই মোবারক তাকে আটক করে নিকলী থানায় নিয়ে আসেন। তাকে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে তাকে ১ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান।