নিজস্ব প্রতিবেদক ।।
বেসরকারি স্কুল জাতীয়করণের দাবিতে কিশোরগন্জে শিক্ষকরা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগন্জ জেলা শাখার উদ্যোগে রোববার ৮ জানুয়ারি ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়েছে।
পরে শিক্ষকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখেন সমিতির জেলা সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।