মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ৭ জানুয়ারি শনিবার গভীর রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আছানপুর লালখারচর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘীরপাড় ইউনিয়নের আছানপুর দাসপাড়া গ্রামের নির্ধন চন্দ্র দাস একটি ইটভাটায় ম্যানেজার হিসাবে কাজ করেন। সুযোগ বুঝে একই গ্রামের লম্পট খাইরুল ইসলাম ইটভাটার ম্যানেজার নির্ধনের স্ত্রীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের চেষ্টা চালায়। পরে সংখ্যালঘু গৃহবধূ ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
এ ব্যাপারে নির্ধন দাস বাদী হয়ে বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।