কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক বিদ্যালয়টির বৈদ্যুতিক মিটারটি তার নিজ বসতবাড়িতে অবৈধভাবে সংযোগ দিয়ে নিজে ও তার প্রতিবেশীদের বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িক ভিত্তিতে অবৈধ সংযোগ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। প্রভাবশালী এই প্রধান শিক্ষক বিদ্যালয়টি রেজিস্টার্ড থাকাকালীন ৩০ হাত লম্বা একটি টিনের দু-চালা ঘর বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে এই ঘটনা জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে মো. আরিফুল হক নামে এক ব্যক্তি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।