বাজিতপুরে উন্নয়ন মেলা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুরে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। ৯-১১ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলায় এবার স্থান পেয়েছে ২৪টি স্টল।
bajitpur-unnoyon-mela3
৯ জানুয়ারি উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষে উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এ স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পি ও সহকারী কমিশনার ভূমি তসলিমা নূর হোসেনের নেতৃত্বে সকাল ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের অংশগ্রহণে উন্নয়ন মেলার র‌্যালী অনুষ্ঠিত হয়।
bajitpur-unnoyon-mela
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্তমান সরকারের আট বছরের উন্নয়ন আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মস্তুফা কামাল প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

bajitpur-unnoyon-mela2

Similar Posts

error: Content is protected !!