নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী জিসি পাইলট স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মেলা প্রাঙ্গন থেকে সোমবার ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া প্রমুখ।
এর পর বিকাল ৩টায় পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেলায় উপজেলা পর্যায়ে ৩৭টি স্টলের অংশগ্রহণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার ও উপস্থাপন করা হচ্ছে।
ছবি : কারার দিদারুল মনির তোফায়েল