নিকলীতে ভ্রাম্যমান আদালত ও উচ্ছেদ অভিযান

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ কাগজবিহীন যানবাহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে নিকলী থানা পুলিশের সহযোগিতায় বুধবার ১১ জানুয়ারি সকাল থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ এক শ্রেণির স্বার্থান্বেষী মহল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটের পাশে অবৈধ স্থাপনা গড়ে দখল করে নিচ্ছে। ব্যস্ততম রাস্তায় বৈধ কাগজবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের দৌরাত্বে সরু হওয়া রাস্তায় দুর্ঘটনা এ উপজেলায় নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, সকালে উপজেলার গরুচড়া ঘাটে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাস্তার পাশে দখলকৃত কিছু জায়গা লাল নিশান দিয়ে চিহ্নিত করা হয়।

এছাড়াও প্রথম দিনের মতো কয়েকটি যানবাহনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Similar Posts

error: Content is protected !!