কিশোরগঞ্জ সংবাদদাতা।।
গত ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগা এলাকায় জঙ্গি হামলায় দুই পুলিশ কনস্টেবল আনসারুল হক ও জহিরুল ইসলাম এবং ঝর্ণা রাণী ভৌমিক নামে এক গৃহবধূ নিহত হয়েছিলেন।
মঙ্গলবার ১০ জানুয়ারি দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান তাদের নামে এলাকার তিনটি রাস্তার নামফলক উন্মোচন করেছেন। এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ও পৌর মেয়র মাহমুদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পূর্বাশা ক্লাবের মোড় থেকে শোলাকিয়া ঈদগা রোডের নামকরণ করা হয়েছে শহীদ জহিরুল ইসলাম সড়ক, পূর্বাশা মোড় থেকে আজিমুদ্দিন হাইস্কুল মোড় পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়েছে শহীদ আনসারুল হক সড়ক এবং আজিমুদ্দিন স্কুল মোড় থেকে শোলাকিয়া ঈদগা পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয়েছে শহীদ ঝর্ণা রাণী ভৌমিক সড়ক।