কিশোরগঞ্জ সংবাদদাতা।।
কিশোরগঞ্জে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ দলের ৪১ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় কুলিয়ারচর থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় বুধবার ১১ জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদেরকে গত ১২ ডিসেম্বর কুলিয়ারচরের দাড়িয়াকান্দি এলাকায় সংবর্ধনা দেয়ার সময় পুলিশ বাধা দিলে এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় পুলিশের পক্ষ থেকে একশ’ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।
বুধবার শরীফুল আলম ও কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাতসহ ৪১ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট আসাদ রেজা প্রমুখ।