বাজিতপুরে শেষ হলো উন্নয়ন মেলা

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে শেষ হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার উদ্দেশে সারাদেশের মতো ৯-১১ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয় এ মেলা। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলায় এবার স্থান পায় বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের মোট ২৪টি স্টল।

unnayon-mela-close-bajit

১১ জানুয়ারি ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে সমাপনী দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ভুক্তভোগীদের আর্থিক সাহায্যের চেক ও বই প্রদান করেন।

unnayon-mela-close-bajit2

পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বাজিতপুরে অনুষ্ঠিত উন্নয়ন মেলা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!