আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নিকলী বিএনপির ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক ।।

পুলিশের বিশেষ ক্ষমতা আইনে আটক কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমসহ ৪১ নেতা-কর্মীর মুক্তির দাবিতে শনিবার ১৪ জানুয়ারি সকাল ১১টায় ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে নিকলী উপজেলা বিএনপির শতাধিক কর্মী-সমর্থক।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের আবদুল হামিদ হেড মাস্টার সুপার মার্কেটের সামনে সমাবেশে রূপ নেয়।

michil-bnp-nikli

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিনের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুজ্জামান মানিক, নজরুল ইসলাম মেম্বার, ছাত্রদল সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা শফিকুল আলম রাজনের নির্দেশে মিছিল ও সমাবেশ করছে বলে এর আয়োজকরা জানান।

michil-bnp-nikli2

আটক ৪১ নেতাকর্মীর অবিলম্বে মুক্তি না দিলে নিকলী থেকেই হাসিনা সরকার উৎখাতের শুরু হবে বলে বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেন।

উল্লেখ্য, জেলার কুলিয়ারচর থানা পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলায় গত ১০ জানুয়ারি কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খানের আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।

Similar Posts

error: Content is protected !!