নিজস্ব প্রতিনিধি ।।
জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ ১৭ জন নারীকে সংবর্ধনা দিয়েছে নারী উদ্যোগ কেন্দ্র। সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ১২ জানুয়ারি রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমাদের নিকলী ডটকম-এর সম্পাদক ও কিশোরগঞ্জের আলোকিত ব্যক্তিত্ব খায়রুল আলম বাদল রচিত ও পরিচালিত জারীনাট্য মঞ্চস্থ করা হয়। জারীনাট্য দেখে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফারজানা ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাহিয়া খলিল। অনুষ্ঠান পরিচালনা করেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী।
কূটনীতি, শিক্ষা, সাংবাদিকতা, ক্ষুদ্রঋণ, কারাতেসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য অনুষ্ঠানে মার্সিয়া বার্নিকাট, ফারাজানা ইসলাম ও ফরিদা ইয়াসমিনসহ ১৭ জন নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।