আজমিরীগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সে ডাকাতি

dakati

আমাদের নিকলী ডেস্ক ।।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা-আজমিরীগঞ্জ সড়কে শনিবার ১৪ জানুয়ারি সন্ধ্যারাতে পৃথকভাবে দু’টি যাত্রীবাহী মোটরসাইকেল ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল সেটসহ অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা উমাপদ চক্রবর্ত্তীর ছেলে উৎপল চক্রবর্ত্তী (২৫) শনিবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ থেকে যাত্রীবাহী মোটরসাইকেল যোগে শিবপাশার উদ্দেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যা অনুমানিক প্রায় সাড়ে ৬টায় মোটরসাইকেলটি ওই সড়কের পাঁচহাকিয়া নামক এলাকায় পৌঁছলে, ১০/১৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে।

এরপর তারা মোটরসাইকেল চালক ও যাত্রীদের গলায় রামদা ঠেকিয়ে মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেল, পরবর্তীতে একটি অ্যাম্বুলেন্সে আসা দু’জন যাত্রীকে একই কায়দায় আটক করে সর্বস্ব ছিনিয়ে নেয়।

আক্রান্ত যুবক উৎপল জানান, তাদের কাছ থেকে নগদ টাকা, ৫/৬টি মোবাইল সেটসহ অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। ডাকাতির সময় ওই সড়কে কোনো টহল পুলিশ ছিল না।

সূত্র : হাওরের খবর (এফবি টাইমলাইন)

Similar Posts

error: Content is protected !!