নিকলীতেপল্লী বিদ্যুতের মাইকিং

শুক্রবার সন্ধায় নিকলীতে পল্লী বিদ্যুত সমিতির সাময়িক সংযোগ বিচ্ছিন থাকবে| এজন্য গ্রাহকদের অবহিত করনে মাইকিং হয়েছে| জানাযায়, শনিবার কিশোরগন্জ জেলার পুলেরঘাট পল্লী বিদ্যুত উপকেন্দ্রের বার্ষিক জরুরী কাজ চলবে|এজন্য শনিবার সকাল ৮ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নিকলী উপজেলার পল্লী বিদ্যুত গ্রাহক সংযোগ সাময়িক বন্ধ থাকবে | গ্রাহকদের এ বিষয়ে অবহিত করণে নিকলীর জনবহুল স্থান, বাজারে, স্টেশনে, পথের মোড়ে মাইকিং চলছে|

Similar Posts

error: Content is protected !!