বাজিতপুরে ট্রাক চাপায় নিহত ১

accident

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাক চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৩ জানুয়ারি ঢাকা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে রাত ১০টার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ইসমাঈল হোসেন তুষার কিশোরগঞ্জ পৌরশহরের বত্রিশ এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভৈরব থেকে কিশোরগঞ্জ ফেরার পথে তুষার মহাসড়কের পিরিজপুর মধ্যপাড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তুষারের মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নেপাল চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!