জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন কবি মহিবুর রহিম

নিজস্ব প্রতিবেদক ।।

১৫ জানুয়ারি রোববার ছিল বিশিষ্ট কবি গবেষক, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের সিনিয়র শিক্ষক মহিবুর রহিমের ৪৪তম জন্মদিন। এ উপলক্ষে সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজন করা হয় শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান।

প্রবীণ ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন কবি জয়দুল হোসেন, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্দ্ধন পাল, রফিক উদ্দিন ভূইয়া, কবি আমির হোসেন, কবি রোকেয়া রহমান, কবি হাসিনা হক, জামিলুর রহমান, শামিমা বাসির স্মৃতি, শামরুজ কাওসার শামা, অপরিজিতা অপু, সাইফুল ইসলাম রিপন, তফাজ্জ্বল হোসেন জীবন, আবুল কালাম আজাদ ও ত্রিপুরার শিল্পী উত্তম পাল।

mohibur-rahim-birthday

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য একাডেমির সেক্রেটারি উপাধ্যক্ষ এ কে এম শিবলী।

অনুষ্ঠানে অধ্যাপক মানবর্দ্ধন পাল বলেন, মহিবুর রহিম আমাদের একজন প্রিয় এবং ঘনিষ্ট মানুষ। তার সঙ্গে আমাদের নিত্য উঠা-বসা। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। জীবনানন্দ দাশ বলেছেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। মহিবুর রহিম সেই কবিদের একজন। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

কবি জয়দুল হোসেন বলেন, মহিবুর রহিম একাধারে কবি ও গবেষক। ব্রাহ্মণবাড়িয়ার লোক সাহিত্য, ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করেছেন। এরই মধ্যে তিনি সারা দেশে খ্যাতি পেয়েছেন। অনুষ্ঠানে কবিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় এবং মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়।

Similar Posts

error: Content is protected !!