পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কথাটি চীনের কৃষক হি লিয়াংচি ভালো করেই জানেন। কারণ তিনি গত দশ বছর ধরে পরিশ্রম করে কাঙ্ক্ষিত সুটকেস কার তৈরি করতে সক্ষম হয়েছেন। এই সুটকেস কারে মালপত্র বহনের পাশাপাশি নিজেও যাতায়াত করেন। এএফপির সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
চীনের হুনান প্রদেশের এই কৃষক সুটকেস কারে চড়ে প্রতিদিন কয়েক কিলোমিটার যাতায়াত করেন। সাত কেজি ওজনের এই কারটিতে দুজন বেশ স্বাচ্ছন্দেই চড়তে পারে। কারটির গতিও ঘণ্টায় ২০ কিলোমিটার। এতে জিপিএস নেভিগেটর রয়েছে এবং যাতে চুরি না হয় সেজন্য বিশেষ অ্যালার্মও রয়েছে। কারটি ব্যাটারির মাধ্যমে চলে। এজন্য কারটিকে নিয়মিত চার্জ দিতে হয়।পেশায় কৃষক হলেও উদ্ভাবক হিসেবে খ্যাতি রয়েছে হি লিয়াংচির। এর আগে ১৯৯৯ সালে গাড়ির নিরাপত্তা পদ্ধতি উদ্ভাবনের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে পুরস্কারও পেয়েছিলেন।
লিয়াংচি বলেন, পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আমার সুটকেস হারিয়ে গিয়েছিল। তখনই আমি এই সুটকেস কার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম।