বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে কলেজছাত্রী মাহমুদা আক্তারের ওপর হামলার ঘটনায় সংঘবদ্ধ বখাটে দলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছে মাহমুদার প্রাক্তন স্কুল হিলচিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় উপজেলার সীমান্তবর্তী হিলচিয়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। একই সময় মাহমুদার ওপর আক্রমণের ঘটনাস্থল পরিদর্শন করেন বাজিতপুর সার্কেলের এএসপি রাকিব। তাকে ঘিরে মিছিলকারীদের ভীড় জমলে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন এএসপি।
গত ১৭ জানুয়ারি মঙ্গলবার বিকালে বাড়ি থেকে কোচিং ক্লাসে যাওয়ার পথে নিকলী উপজেলা ও পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সীমান্তবর্তী পাড়াবাজিতপুর-হিলচিয়া ব্রিজের ওপর বখাটে দলের হামলার শিকার হয় বাজিতপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার (১৯)। সে নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়াবাজিতপুর গ্রামের মৃত ইফনুস মিয়ার মেয়ে।
বখাটে দলের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে মাহমুদার মাথায় মারাত্মক জখমসহ কানের লতি আলাদা হয়ে যায়। বর্তমানে রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছে মাহমুদা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি এবং আশংকা কাটেনি বলে মাহমুদার বড় ভাই ও এ ঘটনায় দায়ের করা মামলার বাদী তাজুল ইসলাম জানান।
আটক সহোদর ২ বখাটে জসীম উদ্দিন (২৫) ও রাজু আহম্মেদ (২১)কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিকলী থানার ওসি মো. মুঈদ চৌধুরী এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।