ঢাকাস্থ নিকলী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ।।

ঢাকাস্থ নিকলী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ২৩ জানুয়ারি সোমবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় এই সংগঠনের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিতির একাংশ
সভায় উপস্থিতির একাংশ

ঢাকাস্থ নিকলী সমিতি। কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার অধিবাসী, যারা ঢাকায় বসবাস করেন তাদের নিয়ে গড়ে ওঠা সংগঠন। বহু বছরের পুরনো এই সংগঠনটি খুড়িয়ে খুড়িয়ে চলছে। নেই কোনো নিয়মিত কার্যক্রম। এবার আঞ্চলিক এই সংগঠনটিকে বেগবান করতে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন জানান, বয়সে পুরনো সংগঠনটি খুব ভালো অবস্থায় নেই এখন। নতুন করে আমরা একটিভ করার চেষ্টা করছি। আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা আহ্বান করছি। সেখান থেকে সংগঠনকে চাঙ্গা করার জন্য নতুন কমিটি গঠনসহ নানান পরিকল্পনা হাতে নেয়া হবে।

সভায় উপস্থিতির একাংশ
সভায় উপস্থিতির একাংশ

আলোচনায় আরো অংশ নেন : কারার মোশাররফ হো‌সেন, আজমল আহসান, তোফায়েল আহছান, রুহুল ভূঞা জ‌নি, জা‌মিউল হক ফয়সাল, আবুল হাসনাত মেনন, মাজহারুল ইসলাম উজ্জল ও নিয়াদ হাসান র‌কি।

বক্তারা ঢাকাস্থ নিকলী সমিতিকে নতুন করে সাজানোর ওপর গুরুত্ব আরোপ করেন। সংগঠনের কাজকে আরো গতিশীল করতে এবং এর ভিশন ও মিশনকে সফল করতে নতুন কমিটি গঠনসহ নানামুখী কার্যক্রম হাতে নেয়া জরুরি। সে লক্ষ্যে উপস্থিত সবাই একমত পোষণ করেন।

nikli-samiti3

সভা শেষে উপস্থিত সবাইকে শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

Similar Posts

error: Content is protected !!