মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ শুরু হয়েছে।
২৩ জানুয়ারি সোমবার সকালে ২ দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম।
উপজেলা পরিষদ (নান্দিনা) হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা এ.বি.এম রাকিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।