নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলার অন্তর্গত কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে মোঃ মতিউর রহমান (মতি)-এর একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি কালো রংয়ের মোটর সাইকেল (ঢাকা মেট্রো-হ-৪৩-২১৯৮) ছিনতাই হয়েছে। মতি নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘‘ফ্যামেলি শপ’’ নামক দোকানের একজন ব্যবসায়ী।
জরুরি প্রয়োজনে শ্বশুরবাড়ী যাবার পথে ২৪ জানুয়ারি মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে জারইতলা ইউনিয়নের জাল্লাবাদ উঁচু ব্রীজের কাছে পৌঁছলে আগে থেকেই উৎপেতে থাকা ৬জন মুখোশধারী ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে মতির গতিরোধ করে। ছিনতাইকারীরা নগদ ১৫০০/- টাকা, একটি স্বর্ণের আংটি, মোবাইল ফোনসহ মোটর সাইকেলটি নিয়ে যায়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭.০০ টায় নিকলী উপজেলা আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক (আয়াজ)-এর হাসপাতাল সংলগ্ন বাসার সামনে থেকে তার ব্যক্তিগত বাজাজ প্লাটিনা ১০০ সিসি লাল রংয়ের মোটর সাইকেলটি চুরি হয়। মোটর সাইকেলটি বাসার সামনে রেখে খাবার খেতে বাসার ভেতরে গেলে চোরেরা তালা ভেঙ্গে মোটর সাইকেলটি নিয়ে যায়। অদ্যাবধি দুটি মোটর সাইকেলের কোনটিরই খোঁজ পাওয়া যায়নি। নিকলীতে এ ধরনের চুরি ঘটনায় মোটরসাইকেল ব্যবহারকারীরা আতঙ্কিত।