নিকলীতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা

নিকলীতে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহষ্পতিবার ঐ গৃহবধূ বাদী হয়ে খাইরুল (৩৭), ওয়াজেদ আলী (৪২) ও স্বপন সূত্রধর নামে ৩ ব্যক্তির নামে নিকলী থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী ঐ গৃহবধূ উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধর পরিবার ও মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তার স্বামী ঢাকায় কর্মরত। গত বুধবার রাতে প্রতিদিনকার মতো সে তার ৩ শিশু সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিযে পড়ে। গভীর রাতে একই এলাকার মাদকাসক্ত ও নারীলোভী আব্দুল আলীর ছেলে খাইরুল, আবদুল রশিদের ছেলে ওয়াজেদ আলী ও শিরিশ সূত্রধরের ছেলে স্বপন সূত্রধর ঘরের দরজা খোলার চেষ্টা করে। টের পেয়ে ঐ গৃহবধূ মোবাইল ফোনে পার্শ্ববর্তী ঘরে ঘুমিয়ে থাকা তার স্বামীর ভাগ্নে সজল সূত্রধরকে ঘটনা জানায়। সজল প্রতিবেশী কয়েকজনকে নিয়ে ঘরের সামনে দরজা খোলার চেষ্টারত অবস্থায অভিযুক্ত ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তিদের হাতে থাকা রড দিয়ে সজলসহ অন্যদের আহত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলে অভিযুক্তরা হুমকি দিয়ে যায়। নিকলী থানার ওসি একেএম মাহবুব আলম অভিযোগের কথা স্বীকার করে তদন্তে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

 

বিশেষ প্রতিনিধি

Similar Posts

error: Content is protected !!