নিকলীতে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহষ্পতিবার ঐ গৃহবধূ বাদী হয়ে খাইরুল (৩৭), ওয়াজেদ আলী (৪২) ও স্বপন সূত্রধর নামে ৩ ব্যক্তির নামে নিকলী থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী ঐ গৃহবধূ উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধর পরিবার ও মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তার স্বামী ঢাকায় কর্মরত। গত বুধবার রাতে প্রতিদিনকার মতো সে তার ৩ শিশু সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিযে পড়ে। গভীর রাতে একই এলাকার মাদকাসক্ত ও নারীলোভী আব্দুল আলীর ছেলে খাইরুল, আবদুল রশিদের ছেলে ওয়াজেদ আলী ও শিরিশ সূত্রধরের ছেলে স্বপন সূত্রধর ঘরের দরজা খোলার চেষ্টা করে। টের পেয়ে ঐ গৃহবধূ মোবাইল ফোনে পার্শ্ববর্তী ঘরে ঘুমিয়ে থাকা তার স্বামীর ভাগ্নে সজল সূত্রধরকে ঘটনা জানায়। সজল প্রতিবেশী কয়েকজনকে নিয়ে ঘরের সামনে দরজা খোলার চেষ্টারত অবস্থায অভিযুক্ত ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তিদের হাতে থাকা রড দিয়ে সজলসহ অন্যদের আহত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলে অভিযুক্তরা হুমকি দিয়ে যায়। নিকলী থানার ওসি একেএম মাহবুব আলম অভিযোগের কথা স্বীকার করে তদন্তে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
বিশেষ প্রতিনিধি