বাজিতপুরে সংঘর্ষে আহত ৮, আটক ২

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। ২৫ জানুয়ারি বুধবার সকালে উপজেলার গাজিরচর ইউনিয়নের ঘাগটিয়ায় জমির দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, আহতদের মধ্যে আমিনুল ইসলাম, হবি মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং জসিম উদ্দিন, জুয়েল মিয়া ও কাউছার মিয়াকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাজিতপুর থানার ওসি আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!