আমাদের নিকলী ডেস্ক।।
প্যাকেটের গায়ে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচির মনোগ্রাম অঙ্কিত চিপস পাওয়া যাচ্ছে উপজেলা সদরসহ নিকলীর আনাচে কানাচের দোকানগুলোতে।
‘বিক্রয়ের জন্য নয়’ ও ‘উচ্চ শক্তিসম্পন্ন বিস্কুট’ লেখা থাকলেও প্রতি প্যাকেট (৩টি করে) চিপস বিক্রি হচ্ছে ৫ টাকায়। সরকার ও ইউনিসেফের মনোগ্রাম থাকায় বিক্রি হচ্ছে দেদারসে।
নিকলী সদরের টিএন্ডটি মোড়ের ফেরদৌস, মহর উদ্দিনসহ কয়েকজন দোকানদার জানান, উপজেলার দামপাড়া গ্রামের নাছির উদ্দিন নামে এক ব্যক্তি এই চিপসের পরিবেশক। এর বেশি কিছু তাদের জানা নেই।
পরিবেশক নাছির উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, পার্শ্ববর্তী উপজেলা কটিয়াদীর এক ব্যক্তির কাছ থেকে তিনি বেকারি পণ্য কিনে বিক্রয় করেন। এগুলোর মধ্যে চিপসও থাকে। এই প্যাকেটের চিপস এই নিয়ে দু’বার পেয়েছেন তিনি।
এমন প্যাকেট পেলো কোথায় জানতে চাইলে নাছির উদ্দিন জানান, বিভিন্ন স্কুলে দেয়া বিস্কুটের পরিত্যক্ত প্যাকেট সংগ্রহ করে এক শ্রেণির উৎপাদক তাতে চিপস ঢুকিয়ে বিক্রয় করছে বলে ওই বিক্রেতা তাকে জানিয়েছেন।
সূত্র : ‘বিক্রয়ের জন্য নয়’ তবুও বিক্রি হচ্ছে বাজারে (মানবজমিন)