মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন মা। ২৮ জানুয়ারি শনিবার সকালে উপজেলার হালিমপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন তার মাদকাসক্ত ছেলে রাব্বিকে (১৯) পুলিশে সোপর্দ করেন।
তিনি জানান, তার ছেলে রাব্বি মাদকসেবন করে তাকে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময় মারধর ও হত্যা করার হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে তিনি সকালে বাজিতপুর থানায় অভিযোগ দিলে পুলিশ রাব্বিকে গ্রেফতার করে।