পিরিজপুর ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পিরিজপুর ইউনিয়ন পরিষদের নব নির্মাণাধীন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

৩১ জানুয়ারি মঙ্গলবার পিরিজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়নে ৮১ লক্ষ ৯১ হাজার ৪১ টাকা ব্যয়ে নির্মাণাধীন কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন।

pirijpur-up

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মাস্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!