নিজস্ব প্রতিনিধি ।।
এনপিএল ক্রিকেট ম্যাচে মুক্তিযোদ্ধা ক্লাব ব্যাটিংকে হারিয়ে নিকলী টাইগার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
৩০ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
নিকলী টাইগার ক্লাব নির্ধারিত ১৫ ওভারে ১১৮ রান করে ৯ উইকেট হারিয়ে। ২৫ বলে ৪৬ রান করে সর্বোচ্চ রান করেন মীর কাশেম। ১১৯ রানের জবাবে মুক্তিযোদ্ধা ক্লাব ব্যাটিং সবক’টি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে নির্ধারিত ১৫ ওভারে। দলের সর্বোচ্চ ১৮ বলে ১৮ রান করেন অধিনায়ক মোঃ শিহাব উদ্দিন।
ফলে ২৪ রানের জয় পায় নিকলী টাইগার ক্লাব। উক্ত খেলায় ব্যাট হাতে ২৫ বল খেলে ৪৬ রান ও ১২ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মীর কাশেম।
এবারের আসরে ৪ ম্যাচে ৯ উইকেট পেয়ে সেরা উইকেট শিকারী মোঃ মিজান ও ৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক মোঃ শিহাব উদ্দিন।